ডেস্ক রিপোর্ট।। লেবাননের দক্ষিণাঞ্চলের নগর সাইডনে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলায় ফাতাহ নেতা মুনির আল-মাকদাহর ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে বেঁচে গেছেন আল-মাকদাহ। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি একটি সূত্র বলছে, গতকাল সোমবার গভীর রাতে সাইডনের আইন আল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই শিবিরে আল-মাকদাহর আশ্রয়স্থল লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায়।
আল-মাকদাহ লেবাননে আল-আকসা মার্টিরস ব্রিগেডের একজন ব্রিগেডিয়ার জেনারেল। এটি ফাতাহর মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট।
লেবাননে ফিলিস্তিনিদের বড় শরণার্থীশিবিরগুলোর মধ্যে একটি হলো আইন আল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্প। গত বছর অক্টোবরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম এই শরণার্থী ক্যাম্পটিতে হামলা চালাল ইসরায়েল। এই শিবিরে প্রচুর শরণার্থী রয়েছেন।