সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ার পূর্ব জাফর পল্লান পাড়ার যাতায়াত ভোগান্তি,জনপ্রতিনিধির অবহেলার অভিযোগ

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং পূর্ব জাফর পাল্লান পাড়া গ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছে গ্রামবাসী। এ নিয়ে রাস্তা প্রসস্থকরণের দাবী করে আসলেও জনপ্রতিনিধির আশ্বাস ছাড়া কিছুই মিলেনি।

ভালুকিয়া পালং সী-বীচ সড়ক সংলগ্ন ক্লাবঘর থেকে রশিদ আহামেদের বাড়ি পর্যন্ত যাতায়াতের একমাত্র পথটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিন বিপাকে পড়ছে প্রায় ১০০ থেকে ১৫০ পরিবারের মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শত শত শিক্ষার্থীর জন্য এই রাস্তা পারাপার যেন দুঃস্বপ্নের নাম।

এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তারা একটি প্রশস্ত রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ মেলেনি।

ভুক্তভোগীরা বলেন-“প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। হাঁটু পানির ভেতর দিয়ে যেতে হয়, আবার অনেক সময় জমির মালিকদের বাধা ও অপমান সহ্য করতে হয়। অথচ এখনো নির্বাচিত জনপ্রতিনিধি এই দুর্ভোগ কমানোর চেষ্টা করছে না।”

জানা যায়, অতীতে একটি নতুন রাস্তা নির্মাণ কমিটি গঠন করা হলেও কিছু ভূমি মালিক জায়গা দিতে অস্বীকৃতি জানানোর কারণে উদ্যোগটি ভেস্তে যায়। ফলে এলাকার মানুষ আজও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার বাইরে রয়ে গেছে।

এলাকাবাসীর দাবি, রত্নাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দ্রুত উদ্যোগ নেবেন এবং একটি প্রশস্ত ও স্থায়ী রাস্তা নির্মাণ করবেন, যাতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন এবং ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হুদার প্রতি অনুরোধ করে বলেন-
উন্নয়নের অগ্রযাত্রায় দেশের কোনো গ্রামে যেন আর এমন দুর্দশা না থাকে। আমাদের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”