সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন অর্ধলক্ষ টাকা জরিমানা, ডাম্পার জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ডাম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেল ৪টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উখিয়া (নির্বাহী ম্যাজিস্ট্রেট) যারীন তাসনিম তাসিন।

অভিযানকালে অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি ডাম্পার আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ডাম্পার উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও নদী-খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।