সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরার স্মরণে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্টের (শেড) নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা মোহাম্মদ উমরার স্মরণে রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তি কামনায় টেকনাফ, উখিয়া, কক্সবাজার ও কুতুবদিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেডের হেড অফিস, লিয়াজো অফিস, প্রোগ্রাম অফিসে পৃথক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে শেডের চলমান ১২ টি অফিসে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শেডের কর্মরত সকল কর্মচারী – কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরার স্মরণে শেড অফিস সাধারণ ছুটি ঘোষনা করা হয়।

টেকনাফের কৃতি সন্তান মোহাম্মদ উমরা ১৯৭৬ সালে আইসিডিডিআরবির সাথে কর্মজীবন শুরু করেন। ১৯৮৯ সালে আইসিডিডিআরবির কার্যক্রম বন্ধ হয়ে গেলে তাদেরই সহযোগিতায় একই সালে সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) এর যাত্রা শুরু করেন।

শেড কক্সবাজারে ১৫ টির মতো প্রজেক্ট পরিচালনা করছে। এর আগেও অসংখ্য প্রজেক্ট সফলতার সাথে সম্পন্ন করেছে।শেডের কল্যানে কক্সবাজারের বড় জনগোষ্ঠীর বিভিন্নভাবে সেবা পেয়েছে এবং এখনো চলমান। এর পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

উল্লেখ্য,মোহাম্মদ উমরা ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেন।

আরও পড়তে পারেন

শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরার জানাজা ও দাফন সম্পন্ন