সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরার জানাজা ও দাফন সম্পন্ন

এনজিও সংস্থা শেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরার জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ২ টার দিকে টেকনাফস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করেন।

মোহাম্মদ উমরা শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় কক্সবাজারস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে নিশ্চিত করেন শেডের ডেপুটি ডিরেক্টর জিয়াউর রহমান মুকুল।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।তিনি ১৯৪৮ সালের ৩মে টেকনাফে জন্মগ্রহণ করেন।

মোহাম্মদ উমরার মৃত্যুতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে।তারা লিখেন,হাজারো বেকার যুবকের স্বপ্নদৃষ্টা উমরা স্যারের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল।স্থানীয় এনজিও হিসেবে হাজারো মানুষ উমরা স্যারের নিজ হাতে গড়া শেডে চাকরি করে জীবিকা নির্বাহ করেন।

জানাজায় উখিয়া টেকনাফের সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন।

সেখানে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন শেডের কর্মী ও কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও কর্মী,রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।