মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।। কক্সবাজারের উখিয়া শরনার্থী শিবিরে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ওই দিন দুপুরে কক্সবাজার পৌঁছান এবং দিবসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের মহাসচিবের আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তিনি একসাথে দুপুর ১টার দিকে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এই সফরের অংশ হিসেবে, শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করবেন। প্রধান উপদেষ্টার সৌজন্যে এ ইফতার আয়োজন করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিবের এই সফর রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের তাগিদে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।