মনের গহীনে মা’কে হারানোর শোকাবহ ক্রন্দন
মা তুমি চলে গেছো, আমার বুকের ভিতর
শূন্যতা ছেয়ে গেছে, নিঃসঙ্গ এক পাথর।
তোমার হাসি, তোমার আদর, সব কিছুই যেন হারিয়ে গেছে
হৃদয়ে বেঁচে থাকা এক শোক, যা কখনও মুছতে চায় না।
তুমি ছিলে আমার সুখের সঙ্গী, আমার জীবনের আলো
তোমার ছায়ায় বড়েছি, তুমি ছিলে আমার আঁচল।
আজও যেন তুমিই ডাকো, কিন্তু কোথাও নেই তুমি
তোমার শূন্যতা আমায় তাড়া করে, কখনো থামে না কষ্টের গুমি।
তোমার কবরের পাশে বসে, আমি আজও তোমায় ডাকি
তুমি তো আর ফিরে আসবে না, তবুও যেন অপেক্ষায় থাকি।
শত প্রশ্ন, শত কথা জমে আছে বুকের ভিতর
কিন্তু তোমার কাছে পৌঁছানো কেবল এক অমীমাংসিত প্রশ্নের মতো।
আমি তোমার কবরের পাশে বসে, চোখ মুছে বলি
মা, আমার ভালবাসা, তোমার কাছে পৌঁছুক নিশ্চয়ই।
তুমি যেন জান্নাতের বাগানে শান্তিতে চিরকাল থাকো
আমার দুঃখ-কষ্টের দিনগুলো তুমি ছায়া হয়ে থাকো।
মা, তুমি আছো কোথায়, এই পৃথিবীতে আর তোমার দেখা নেই
তবে জানি, তুমি আছো সর্বত্র, মনে মনে তোমায় অনুভব করি প্রতি দিনেই।
মা, তোমার স্মৃতি আমার জীবনের অমূল্য রত্ন
আজও তোমার অভাবে চোখের জল পড়ছে নিরব প্রণয়।
কলমে,
শাকুর মাহমুদ চৌধুরী
মা’হারা এক হতভাগা সন্তান।