সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

কামিল পরীক্ষায় প্রথম স্থান অর্জন উখিয়ার মুফতি মাহমুদুল হকের

শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন উখিয়ার মেধাবী ছাত্র মুফতি মাহমুদুল হক। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত (মাস্টার্স) কামিল ফাইনাল পরীক্ষায় (ফিকাহ বিভাগ) তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

মুফতি মাহমুদুল হক উখিয়ার পাইন্যাশিয়া এলাকার নুরুল আলমের পুত্র এবং বিশিষ্ট আলেম, মরহুম মাওলানা আল্লামা মুজাহেরুল ইসলামের নাতি। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছেন।

তিনি ২০১৬ সালে রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে উচ্চশিক্ষার পথে অগ্রসর হন। পরবর্তীতে ২০২১ সালে উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ফাজিল (স্নাতক) পরীক্ষায়ও প্রথম স্থান অর্জন করেন।

উচ্চশিক্ষার লক্ষ্যে চট্টগ্রামের আলমশাহপাড়া (এমএ) মাদ্রাসায় ভর্তি হয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাস্টার্স (কামিল) ফাইনাল পরীক্ষায় ফিকাহ বিভাগে দেশের সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেন তিনি।

মুফতি মাহমুদুল হকের এ অর্জন শুধু তাঁর পরিবার নয়, উখিয়ার শিক্ষাঙ্গনকেও গৌরবান্বিত করেছে। এলাকাবাসী তাঁর আগামীর পথচলায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন।