সেপ্টেম্বর ৫, ২০২৫

দৈনিক উখিয়া

কক্সবাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ২২ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি উখিয়ার লেদা ক্যাম্পের (এলএমএস-২৪, ব্লক-সি) বাসিন্দা। সেনাবাহিনীর গোয়েন্দা মাঠকর্মীর সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জানা যায়, অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করছিলেন তিনি। আটককালে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ২৩৫০ পিস ইয়াবা (৪৭ প্যাকেট) উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (৯ ইবি) ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মাদকদ্রব্যসহ তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি অভিনব কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় অবশেষে আজ একজনকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

কক্সবাজারে চলমান যৌথ বাহিনীর এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।