কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ এই মাদকসহ গ্রেফতার করা হয়েছে দুইজন মাদক কারবারিকে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায় কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবার চালান সংগ্রহ করে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ বিকেলে র্যাব-১৫ এর হোয়াইক্যং ও টেকনাফ ক্যাম্প এবং কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মনতলিয়া এলাকা থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজন মাদক কারবারিকে।
আটক ব্যক্তিরা হলেন—
শফি উল্লাহ (৪৫), পিতা: মৃত আবুল কাশেম, মাতা: রহিমা খাতুন
নুরুল বশর (৩৮), পিতা: মোহাম্মদ আলী, মাতা: মৃত নুর বানু উভয়ের বাড়ি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইয়াবা পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি মামলা (নম্বর-৬৩, তারিখ-২৭ জুন ২০২৫) দায়ের করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, “মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের তৎপরতা রোধে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।