সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

উখিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারের উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন-২০২৫) সকাল ১০ টায় উখিয়ার একটি মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।

 

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

তিনি বলেন, আমরা একমাত্র মহান আল্লাহ তায়া’লার হুকুমেই ইসলামী দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাবো। সমাজে ইনসাফভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে আদর্শবান নেতৃত্ব, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তবেই একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে নিয়মিত সংগঠিত হওয়ার এবং দ্বীনের আলোকে কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত বৈঠকের মাধ্যমে দায়িত্বশীলদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সকলেই সমাজের নিপীড়িত শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।