সেপ্টেম্বর ৬, ২০২৫

দৈনিক উখিয়া

পলাতক আসামি দিয়ে পুলিশের মঞ্চ শোভিত! র‍্যাব ধরল, থানা চুপ

টেকনাফ থানার “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে মাদকবিরোধী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, যিনি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। টেকনাফ পৌর শ্রমিকদলের সভাপতি পরিচয়ধারী এই ব্যক্তিকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব জানায়, গত বুধবার (১৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের চৌধুরীপাড়া এলাকার বদির জেটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আব্দুর রশিদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
তথ্য অনুযায়ী, টেকনাফ, চকরিয়া ও মুন্সিগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্তত দুটি মামলায় আদালতের রায় ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হলে শ্রমিকদলের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তদন্ত কমিটি গঠন করা হয়। যদিও এরই মধ্যে রশিদ নিজেকে পৌর শ্রমিকদলের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া এবং দলীয় প্যাড ব্যবহার অব্যাহত রাখেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় সংবাদকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারও চালিয়েছেন।
চাঞ্চল্যকর তথ্য হলো, পলাতক থাকার সময়েও গত ১৯ এপ্রিল টেকনাফ থানায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে”-তে তিনি অতিথি হিসেবে মাদকবিরোধী বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “মাদকের বিচার যারা করে, তারাই গডফাদার।” এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
পরিচয় গোপন রাখার শর্তে টেকনাফের একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কীভাবে পুলিশের অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন? অনেকের মতে, রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনের গাফিলতির কারণেই এমন ঘটনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুর রশিদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।