শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে।।
কক্সবাজারের উখিয়ায় আয়োজিত ইফতার প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল কুরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করলে কখনও শান্তি প্রতিষ্ঠা হবে না। তিনি বলেন, আল কুরআন হলো মানবতার মুক্তির মহাসনদ, যা আল্লাহ তায়ালা নিজ হাতে নাজিল করেছেন। রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান।
তিনি উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান।
মুহাম্মদ শাহজাহান তার বক্তব্যে আরো বলেন, রমজান মাস হলো সেই মাস, যখন কুরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক। কুরআনই হলো ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। তিনি আরও উল্লেখ করেন, আল্লাহ তায়ালা হাদিসে কুদসীতে বলেছেন, বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতে এর প্রতিদান দেব।
তিনি আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানোর পরেও ষড়যন্ত্রের অবসান হয়নি উল্লেখ করে বলেন, এখনও অনেক অপতৎপরতা চলছে, যা অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য চালানো হচ্ছে।তিনি সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, এখন সময় এসেছে রাষ্ট্রের সংস্কার করার। সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে ফ্যাসীবাদ নতুন করে পায়ের তলে আসবে।
এছাড়া, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায়, পতিত শাসকরা নতুন সুযোগ খুঁজে পেতে পারে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতের জাতীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। বক্তৃতায় অংশ নেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদুয়ানুল কাদিরসহ আরো অনেক নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন রাজাপালং ইমদাদুল ফাজিল ডিগ্রী মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা একেএম আবুল হাসান আলী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাব উখিয়ার যুগ্মসাধারণ সম্পাদক জাহেদ আলম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
মাহফিলের শেষে ইফতার অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ একত্রে রোজা খুলে ধর্মীয় ও রাজনৈতিক আলাপ আলোচনা করেন, এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।