নিজস্ব প্রতিনিধি।। আওয়ামী লীগের দোসর উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
গত রাতে (১৬ ফেব্রুয়ারি) উখিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, তিনি জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোহান খালী গ্রামের শামসুল আলমের পুত্র।
গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি, ক্ষমতার প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও দখলবাজিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশ জানান, গত রাতে আওয়ামী লীগ নেতা রফিককে আটক করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।