নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের উখিয়ায় সাংবাদিক আরিফ সিকদার বাপ্পি’র জমি দখল করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে নুরহানের বিরুদ্ধে। এ ব্যাপারে স্থাপনা নির্মাণ স্থগিত রাখার জন্য প্রশাসনের নির্দেশ থাকলেও তা মানছেন নুরহান।
অভিযুক্ত নুরহান উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিলের বাসিন্দা। তবে বর্তমানে উখিয়ায় কাউন্টার ব্যবসা করে যাচ্ছে।
জনশ্রুতি আছে, সে কৌশলে কাউন্টার ব্যবসা করার সুবাধে,সহজ সরল গাড়ির স্টাফদের ব্যবহার ইয়াবা সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকার মালিক বনেছে। উখিয়ায় তার রয়েছে নগদ টাকায় কেনা অনেক মুল্যবান জমি ও ঘরবাড়ি।
সাংবাদিক আরিফ সিকদার জানায়, তার ক্রয় করা ও পৈত্রিক সম্পত্তি দখল করে নুরহান স্হাপনা তৈরি করে যাচ্ছে, মানছেনা আদালতের নিষেধাজ্ঞা ও শালিসি বৈঠক।
অভিযোগের প্রেক্ষিতে নুরহানের সঙ্গে কথা হলে তিনি একটি গ্রাম্য দলিল দেখিয়ে বলেন, আরিফ সিকদারের আত্মীয়র কাছ থেকে তিনি জমিটি কিনেছেন।
আরিফ সিকদার বাপ্পি জানান, ভূমিদস্যু বহিরাগত নুরহান আমার পৈত্রিক ও ক্রয় করা সম্পত্তি নিজে কিনেছে বলে দাবি করে স্থাপনা করে যাচ্ছে। বিষয়টি প্রতিকারে তিনি সহকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।