মে ১৮, ২০২৫

দৈনিক উখিয়া

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুতুপালংয়ের এক রোহিঙ্গার মৃত্যু

ডেস্ক রিপোর্ট।। কক্সবাজারের উখিয়ার শরনার্থী ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা হলেন- উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা লাল মোহাম্মদের ছেলে মোঃ নূর মোহাম্মদ।

রবিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদ চট্টগ্রাম চন্দনাইশ এলাকায় বৈদ্যুতিক কাজ করে বৈদ্যুতিক কাজের সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এবিষয়ে ক্যাম্পের হেডমাঝি ক্যাম্প প্রশাসনকে অবগত করে। ক্যাম্পের সিআইসি ও এপিবিএন পুলিশ নিহত রোহিঙ্গার মৃতদেহ ক্যাম্পে নিয়ে আসার আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।