স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাতে মানুষের অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
আজ শনিবার ‘সবার আগে সার্বভৌমত্ব, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) এ্যাংকর মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সাসটেইনেবল সভরেইন বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে মঈন খান ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করে বলেন, ছাত্ররা অর্জন করেছে, দেশের মানুষ সুফল পেয়েছে। কিন্তু সমস্যাটি হলো তারা এই সুফল নিয়ে বসে থাকতে চায় না। তারা এর পরবর্তী অধ্যায় দেখতে চায়।
মঈন খান বলেন, ‘কেউ যদি আজকের বিজয়কে কুক্ষিগত করে বলতে চায়, আমরাই সব করেছি, আমরাই ভবিষ্যতে সব করব, তাহলে কিন্তু আবার নতুন করে আমরা ফাঁদে পড়ব। যেই ফাঁদে বাংলাদেশ ৫০ বছর ঘুরপাক খেয়েছে।’