মার্কিন ডলারের জোগান বাড়াতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সহায়তা ছাড়ে বেশি মনোযোগ দিয়েছে। আগের সরকারের আমলেও বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ১২০ কোটি ডলারের বাজেট সহায়তা চাওয়া হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথম তিন মাসে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এনবিআর) কাছে নতুন করে ১৫০ কোটি ডলারের বাজেটে সহায়তা চেয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে বাজেট সহায়তা পাওয়ার পাইপলাইন বড় হয়ে দাঁড়িয়েছে ২৭০ কোটি ডলার, যা বর্তমান বাজারদরে দেশের সাড়ে ৩২ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এর মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছরে পাওয়া যাবে অর্ধেকের বেশি, যা পরিমাণে ১৭০ কোটি ডলার বা সাড়ে ২০ হাজার কোটি টাকা। এই অর্থ পাওয়া গেলে তা হবে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
দাতারা প্রকল্প সহায়তার পাশাপাশি বাজেট সহায়তাও দিয়ে থাকে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বিনিয়োগ হিসেবে সহায়তা দেয় তারা। এ ছাড়া সরকারকে অনেকটা নগদ অর্থ হিসেবে বাজেট সহায়তা দেয়। এ জন্য অবশ্য নানা ধরনের সংস্কারের শর্তও দিয়ে থাকে দাতারা।