শেখ মুজিবুর রহমান।। উখিয়ায় কর্মরত গণ স্বাস্থ্যকেন্দ্র নামের এনজিও সংস্থার একটি বেপরোয়া এম্বুলেন্সের ধাক্কায় ৩বছরের এক রোহিঙ্গা নারী শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উখিয়ার কুতুপালংস্থ ৩নাম্বার ক্যাম্পের আওতাধীন ৪নাম্বার ক্যাম্পের সিইআইসি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, নিহত শিশু উখিয়ার ৩নাম্বার ক্যাম্পের ব্লক-জি/৮১ এর মোহাম্মদ জুবায়ের কন্যা জুবাইরা (৩)।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গণস্বাস্থ্য কেন্দ্র এনজিওর বেপরোয়া গাড়ির ধাক্কায় ইতিপূর্বে ও হতাহতের ঘটনা ঘটে। অদক্ষ চালক অদক্ষ এনজিও সিস্টেম দুর্নীতিগ্রস্ত ভেন্ডরের গাড়ি ভাড়া করে রেফারেল সার্ভিস পরিচালনা করেছে বলে জানা যায়।
নিহত শিশুর পিতা জুবায়ের বলেন, আল্লাহর কাছে বিচার দিলাম আমরা রোহিঙ্গা মজলুম আমাদের বিচার বার্মায়ও নেই এখানেও নেই। আমিও মরে যাব আমার চোখের সামনে আমার মেয়েকে মেরে পালাতে চাচ্ছিল ঘাতক ড্রাইভার। এই খুনের বিচার হাশরের ময়দানে আল্লাহর কাছে চাইবো।
এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্র নামের সাথে কাজের কোন মিল নাই বলেও জানা যায়, নাম মাত্র সেবা প্রদান করে ক্যাম্পে। জরাজীর্ণ ফিটনেসবিহীন গাড়ি কম ভাড়ায় সংগ্রহ করে ক্যাম্পের কার্যক্রম চালানোর অভিযোগ উঠে।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এইচআর তানভীর হোসেন সাংবাদিক পরিচয়ে নিহত শিশুর পরিবারের পুনর্বাসনের কথা জানতে চাইলে কুকিলের কণ্ঠস্বরে বুঝিয়ে দেন যে মানুষের প্রাণ তাদের কাছে পুতুল খেলা এছাড়াও বিভিন্ন প্রটোকল ও সিস্টেমের দোহাই দিয়ে নিজেদের অপরাধ কর্ম ডাকা দিতে ব্যস্ত ছিলেন তিনি।
নিহতের বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে এসআই সৌরভ সঙ্গীয় একটি টিম পাঠানো হয়। মৃতদেহ উদ্ধার পূর্বক ড্রাইভার আটক ও গাড়ি জব্দ করা হয়। ভুক্তভোগীরা মামলা দায়ের করলে মামলা নেওয়া হবে।
উল্লেখ্য যে, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা খোশ গল্প শুনিয়ে তিলকে তাল বানিয়ে নিহত জুবাইরার পরিবারকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগার তথ্য পাওয়া গেছে।
Discussion about this post