ডেস্ক রিপোর্ট।। চট্টগ্রাম জেলা পূর্বের ছাত্রশিবিরের সভাপতি রাশেদ চৌধুরীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির ও জামায়তের স্থানীয় নেতারা।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে তাকে তুলে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাঈল গনী।
তিনি বলেন, আজকে ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনের অতিথি হিসেবে রাশেদু চৌধুরী আসেন। কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা সাতটার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে আমরা খবর পাই৷ আমরা সাথে সাথে বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
এবিষয়ে জানতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হুদাকে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পবে কথা বলব।
Discussion about this post