ডেস্ক রিপোর্ট।। কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে। হাতিটির বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুজ্জামান বলেন, হাতিটির মৃত্যু কারণ শনাক্তে ময়নাতদন্তের জন্য কক্সবাজার থেকে ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে আসছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Discussion about this post