ডেস্ক রিপোর্ট।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কেটের দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে। এই মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিউমার্কেট থানা সূত্রে বিষয়টি জানা গেছে। ইতোমধ্যে আদালতে মামলা ও রিমান্ড আবেদনের কাগজ পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে উপস্থাপন করে ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অল্প কিছুক্ষণ পরেই তাদের আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের।
Discussion about this post