নিজস্ব প্রতিবেদক।।কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার।বর্তমানে মেম্বার সালাউদ্দিন রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছে।
শনিবার (৩ আগস্ট) উখিয়ার কোটবাজারের রিপোর্টার্স ইউনিটির অফিসে সংবাদ সম্মেলন করেন একই এলাকার মমতাজুল হক।
তিনি লিখিত বক্তব্যে জানায়,তার পৈত্রিক সম্পদের উপর নির্মিত ফ্লাটটি এনজিও সংস্থা ব্রাককে ৩ বছরের চুক্তিতে ভাড়া দেন।এই প্রাপ্ত ভাড়া দিয়ে সংসার চালান মমতাজুল হকের পরিবার।
বেশকিছু দিন ধরে ভাড়ার টাকা থেকে সালাউদ্দিন মেম্বার চাঁদা দাবি করে আসছে বলে জানান তিনি।
৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে দিতে অপরাগতা প্রকাশ করলে ভুক্তভোগী মমতাজুল হককে পরিবারসহ মেরে ফেলার হুমকিও দেয়। বর্তমানে তিনি তার পরিবারসহ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।
এছাড়াও বেশকয়েকবার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পথ আটকিয়ে শারিরিক হেনস্থারও শিকার হন।
গত সোমবার (৩০ জুলাই) সালাউদ্দিন মেম্বারকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে মমতাজুল হককে কিল ঘুষি মারে।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
অভিযোগকারী মমতাজুল হক জানান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবার পর থেকে সালাউদ্দিন মেম্বার বেপরোয়া হয়ে উঠে।তার আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে উটেছে গুন্ডা বাহিনী। তার বিরুদ্ধে উখিয়া থানায় বেশকিছু মামলাও আছে বলে জানায়।
তিনি সাংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, ডিবি, র্যাব ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।”
Discussion about this post