ন্যাশনাল ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘হত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদ ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার’ এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ে দেশের সব আদালত, ক্যাম্পাস, রাজপথে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। গতকাল আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে বিক্ষোভ-সংঘর্ষে বহু হতাহতের পর দেশজুড়ে ‘গণহারে আটক’ ও ‘নির্যাতনের’ প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের গতকালের কর্মসূচিতে বেশ কয়েকটি জায়গায় বাধা দেয় পুলিশ এবং কয়েকজনকে আটকও করা হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় এখন পর্যন্ত সরকারি হিসাবেই অন্তত দেড়শ জন নিহতের খবর পাওয়া গেছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল সারা দেশে শোকপালনের সিদ্ধান্ত হয়। এরপর ওই দিন রাতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে গতকাল মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।
এই কর্মসূচি ঘোষণার পর সোমবার রাত থেকেই ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ফ্রেম সাঁটাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম সাঁটিয়েছেন। আরও নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীও ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম জুড়ে প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রাষ্ট্রীয় শোক হিসেবে নিজেদের ফেসবুক প্রোফাইলে কালো ফ্রেম সাঁটিয়েছেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তাদের সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে–মুখে লাল কাপড় বেঁধে সংহতি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরনো ফজিলাতুন্নেসা হলসংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত ব্যক্তিদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। সেখানে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পুনরায় মিছিল একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষে হয়। এরপর সেখানে সমাবেশ করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এদিন বেলা সাড়ে ১১টায় ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে সংহতি সমাবেশ হয়েছে। মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি করেন শিক্ষকরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় পুলিশ শিক্ষকদের প্রধান ফটকের বাইরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উঠতে বাধা দেয়। সেখানে তারা সমাবেশ করেন।
খুলনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে সড়কে আলপনাও অঙ্কন করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টা নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। পুলিশের বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
টাঙ্গাইলে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় শহরের রেজিস্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায়।
কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে শহরের পুরনো থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেলস্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
কুষ্টিয়ায় পুলিশের বাধায় শিক্ষার্থীরা ঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি। বেলা সাড়ে ৩টায় শহরের চৌড়হাস মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কিন্তু তার আগেই সেখানে কঠোর অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তরুণ-যুবক বয়সের যাকে পেয়েছে, তাকেই তুলে নিয়েছে পুলিশের গাড়িতে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তবে রাতে যাচাই-বাছায় শেষে একজনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
পঞ্চগড়ে শিক্ষার্থীদের বের করা বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় আলমগীর হোসেন ও জিল্লুর রহমানসহ চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
বরিশালে শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে ও লাল রঙের প্রতিবাদী ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি।
Discussion about this post