বিনোদন ডেস্ক।। ক্যারিয়ারের সুন্দর সময়ে থাকলেও একসময় নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আতকে ওঠার মতো খবর হলেও অভিনয় জীবনের শুরুতে এমনটিই করেছিলেন তিনি। এর জন্য একজন পেশাদার খুনিকেও ভাড়া করেছিলেন অভিনেত্রী।
২০০১ সালে যখন জোলির বয়স ২২ বছর তখন এই কালো অধ্যায়ের ব্যাখ্যা দিয়ে জোলি জানান, মানসিক অবসাদ থেকে তার মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরত এবং তিনি মনে করেছিলেন বিষয়টি যদি হত্যা হিসেবে সাজানো যায় তা হলে তার কাছের মানুষদের মেনে নিতে সুবিধা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জোলি বলেন, এমন একসময় ছিল যখন নিজেকে হত্যার জন্য আমি মানুষ ভাড়া করতে যাচ্ছিলাম। নিউইয়র্কে একজন বন্দুকধারী খুঁজে পাওয়া কঠিন কিছু ছিল না।
তিনি মনে করেছিলেন তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখানো গেলে তার পরিবার-বন্ধুরা তাকে কম অপরাধী বলে মনে করবে।
অবশ্য তাকে এই ভয়ংকর চিন্তা থেকে বের করে আনতে সাহায্য করেছিল তার ভাড়া করা বন্দুকধারীই। জোলিকে হত্যার জন্য ভাড়া করা সেই বন্ধুকধারী দুই মাস সময় চেয়েছিলেন বিষয়টি ভেবে দেখার জন্য। আর এই সময়েই আত্মঘাতী এই চিন্তা থেকে বের হয়ে আসেন জোলি।
২০০৫ সালে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ব্র্যাড পিটের বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান জোলি-পিট। এরপর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। যদিও এই বিয়ে টিকেছিল মাত্র ২ বছর। ২০১৬ সালে জোলি বিয়েবিচ্ছেদের আবেদন করেন।
Discussion about this post